Wellcome to National Portal
Main Comtent Skiped

বিট পুলিশিং

প্রিয় হাইমচর বাসী, বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়ন কার্যক্রমে আপনাদের স্বাগত জানাচ্ছি।

পুলিশের সেবাকে জনগণের দারগোড়ায় পৌঁছে দেয়া, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য হাইমচর থানা পুলিশের বিভিন্ন এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যক্রমের ফলে পুলিশের প্রতিটি এলাকা, এলাকার অপরাধ প্রকৃতি এবং অপরাধী সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করণ সহ পুলিশিং কার্যক্রম বেগবান হবে,  জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং অপরাধ প্রতিরোধে জনগণের সহায়তার সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অপরাধ সমূহ হ্রাস পাবে।

 

পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি টেকসই নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ হাইমচর বাস্তবায়নের অঙ্গীকার আমরা পূরণ করতে পারব। পুলিশই জনতা, জনতাই পুলিশ এ মন্ত্রে উদ্ধুদ্ধ হয়ে weU ভিত্তিক পুলিশিং ব্যবস্থা প্রবর্তন, পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগে অপরাধ প্রতিরোধ ও প্রতি কারের মাধ্যমে সমাজ থেকে পুলিশভীতি ও অপরাধভীতি দূর করাসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তাবোধ (Sense of Security) বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।